মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল রোটারি ক্লাব ভবনে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক হারুন উর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, ডাক্তার সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রানার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক, সিনিয়র শিক্ষক অঞ্জন দেব, রোটারিয়ান আব্দুল হামিদমহ প্রমুখ।
অনুষ্ঠানে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ