আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরে একটি গরু সবার নজর কেড়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘বাদশা’। গরুটির দাম হাকানো হচ্ছে ১৫ লাখ টাকা। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতারা। এখন পর্যন্ত জেলায় এই ‘বাদশা’ নামের গরুটিই আকারে সবচেয়ে বড় বলে জানা গেছে।
ফরিদপুর শহরতলীর বিল মাহমুদপুর এলাকার একটি ডেইরি ফার্মের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘আমার ফার্মে একটি গরুর নাম দেওয়া হয়েছে ‘বাদশা’। তার ওজন প্রায় ৩০ মণ। বাদশার বয়স সাড়ে তিন বছর। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে গরুটিকে দেখতে আসছেন ক্রেতারা। বাদশার দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।
গরুটির মালিক জানান, প্রতিদিন ‘বাদশা’র খাদ্য তালিকায় রয়েছে, আপেল-আঙ্গুরসহ বিভিন্ন দামী ফলমূল।
তিনি জানান, বিভিন্ন স্থান থেকে লোকজন ও গরু ব্যবসায়ীরা আসছেন। দামদর করছেন। ন্যায্য দাম পেলে গরুটি বিক্রি করা হবে। কয়েকদিনের মধ্যে গরুটিকে ঢাকার হাটে পাঠানো হবে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুরে কুরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৮ হাজার ১১টি। এর মধ্যে পশু প্রস্তুুত রয়েছে ১ লাখ ১০ হাজার ৮৯১টি। সেই হিসেবে প্রায় ৩ হাজার পশু দেশের বিভিন্ন বাজারে নেওয়া হবে। খামারি ও পশু ব্যবসায়ীরা এবার কুরবানির বাজারে পশুর ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ