রংপুরের কাউনিয়ায় সৌদি প্রবাসী স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ নূরজাহান খাতুন (২৫) উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগিলী গ্রামের নূর আমিন হোসেনের মেয়ে। তিনি একই ইউনিয়নের কুর্শা গ্রামের মহুবর রহমানের ছেলে এবং বর্তমানে সৌদি প্রবাসী আল আমিনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে আল আমিন (৩০) ও নূরজাহান খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর ধরে আল আমিন সৌদি আরবে কর্মরত রয়েছেন।
শনিবার বিকেলে নিজ শ্বশুর বাড়িতে একটি ঘরের দরজা বন্ধ করে নূরজাহান ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছে তার পরিবার। পাশের বাড়ি থেকে শাশুড়ি এসে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর নূরজাহানকে ঝুলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহটি নিচে নামায়। খবর পেয়ে রাতে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, মৃত্রুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তচলছে এবং ময়না কদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম