ভাঙ্গায় রনি মিয়া (৩৫) নামক এক আখের রস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকাল দশটার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোষাভাঙ্গা গ্রামের নিহত ব্যক্তির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পরেশ গয়লা জানান, নিহত রনি মিয়ার বাড়ি দিনাজপুর জেলায়। বছর দশেক আগে নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ইলিয়াস মাতুব্বরের মেয়ে ইমা আক্তারকে বিয়ে করে এখানেই বসবাস করতে থাকেন। তিনি এখানে বাড়ি করেছেন। পাশাপাশি স্থানীয় দরগাবাজারে আখের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে ইমা আক্তার সন্তানসম্ভবা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘরে ঘুমানো ছিলেন। সকালে স্ত্রী ইমা আক্তার বসতঘরের আড়ার সাথে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে ভাঙ্গা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ