জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ডিসেম্বরের প্রথমার্ধে আয়োজনের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি খাদিজাতুল কুবরা বলেন, গতকাল ৫ নভেম্বর ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনামূলক ও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। তফসিলে নির্বাচনের তারিখ হিসেবে ২২ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে- যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অনেকাংশে উদ্দেশ্যপ্রণোদিত। ফলে, প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত