সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদারকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কুমড়োকাঠি খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের কুমড়োকাঠি খাল এলাকায় ‘কুখ্যাত’ ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এসময় অভিযানের তথ্য পেয়ে ডাকাতরা বনের গহিনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে তাদেরকে ধাওয়া করে একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড ফাঁকা গুলিসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক করা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে আগামীতেও বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল