চট্টগ্রাম নগরীর হাজারী গলি লেনের ব্যবসায়ীদের শত কোটি টাকা আত্মসাৎকারী রাজু গোপাল ধর, রনেক্স, ওমেক্স, অনেক্স, বিজয়, সৌরভ, শ্যাম গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার হাজারী গলিতে ইকুইটি কাহিনুর মার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের চট্টগ্রাম জেলার সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সম্পাদক রাজীব ধর তমালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজুসের সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, শাহজাহান ছিদ্দিকী লিটন, প্রদীপ গুহ, কাজল বণিক, রঞ্জন ধর, বাবলা ধর, শিমু রানী দেব, সুমন ধর, কৃষ্ণ কর্মকার, বিধান ধর, সুজিত কর্মকার, মন্টু সরকার, পিকলু বণিক এবং ভুক্তভোগী জলি দেবী, স্বপন বাবু, মৃদুল চৌধুরী, রয়েল ধর, পংকজ ধর, নির্মল ধরসহ অসংখ্য ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজারী গলির ৩৬ জন ব্যবসায়ীর শত কোটি টাকা নিয়ে গুটিকয়েকজন স্বর্ণ ব্যবসায়ী আত্মগোপনে চলে গেছে। হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করে এবং দেশের বাইরে তারা বিলাসবহুল বাড়ি, গাড়ি করেছে। ব্যবসায়ীদের কাছ থেকে চক্রটি প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছে। এতে হাজারী গলির দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে এবং ব্যবসায়ীরা দেউলিয়ার পথে। তাদের হারানো অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে পাওনাদার ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল