সিলেটে হত্যাকাণ্ডের প্রায় ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ থানায় ২০১১ সালের ২৪ আগস্ট দায়েরকৃত একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
বিডিপ্রতিদিন/কবিরুল