গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাহিত্যচর্চার সংগঠন “গোবিপ্রবি সাহিত্য সংসদ”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আছান উল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী কাউছার আহমেদ। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন, যারা সংগঠনকে দিকনির্দেশনা দেবেন।
সাহিত্য সংসদের নেতারা জানান, সাহিত্য জীবনের দর্পণ যার মাধ্যমে সমাজের চিত্র ফুটে ওঠে। নতুন কমিটির হাত ধরে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চায় নতুন মাত্রা যোগ হবে। শিগগিরই তারা একটি বইমেলার আয়োজন করবে।
গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বিক্রম মণ্ডল বলেন, এই কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। আমাদের ‘সংশপ্তক’ সাহিত্যপত্রিকা খুব দ্রুতই প্রকাশিত হবে।
সভাপতি আছান উল্লাহ বলেন, গোবিপ্রবি সাহিত্য সংসদ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার অন্যতম প্ল্যাটফর্ম। ‘বলার আগে ভাবুন, ভাবার আগে পড়ুন’ স্লোগানকে ধারণ করে আমরা শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে চাই। এবারের নতুন কমিটি অসাধারণ কিছু আয়োজন উপহার দেবে।
সাধারণ সম্পাদক কাউছার আহমেদ বলেন, পাঠচক্র ও জ্ঞানচর্চার প্রসার ঘটিয়ে গোবিপ্রবি সাহিত্য সংসদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক বিপ্লব ঘটাতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্য পত্রিকা ‘সংশপ্তক’ এই ধারার সূচনা করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ