র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি নবীনদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে আরও বলেন, আদিযুগে কৃষিকাজের সূচনা করে মেয়েরা, তাই নতুন মেয়েদের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়কে পছন্দ করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণিকভাবে নিয়োজিত। তাঁরা অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করে থাকে। শেকৃবিতে কোনো র্যাগিং নেই। কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হয়, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল