রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ থাকবে। ভোট গণনা সিসি ক্যামেরার সামনে হবে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এফ নজরুল ইসলাম বলেন, ৯টি একাডেমিক ভবনে ভোটকেন্দ্র থাকবে। এতে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ স্থাপিত হবে। ভোট গণনা সিসি ক্যামেরার সামনে হবে।
ভোটগ্রহণের কেন্দ্রগুলো হলো-মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে দু’টি করে কেন্দ্র এবং জুবেরী ভবনে একটি কেন্দ্র।
এদিকে, নির্বাচনের দিনে সার্বক্ষণিক তথ্য প্রচারে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি মিডিয়া কর্নারের উদ্বোধন করেন উপাচার্য সালেহ হাসান নকীব।
এ সময় তিনি বলেন, এ নির্বাচন নিয়ে দেশবাসীর কৌতূহল আছে। ফলে নির্বাচনের স্বচ্ছতা ও নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন সহায়তায় এ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
অন্যদিকে, বিকেলে বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, ২৫ সেপ্টেম্বর নির্বাচনে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তায় দুই হাজার পুলিশ মোতায়েন থাকবে। এজন্য ক্যাম্পাস পরিদর্শন করছি। গোয়েন্দা তথ্য সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আমরা কাজ করব।
বিডি-প্রতিদিন/বাজিত