রাজধানীর আদাবরে মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে মো. রিপন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আরজু বেগম আহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত রিপন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার আবুল কালামের ছেলে। তিনি আদাবর ১০ নম্বর রোড বালুর মাঠ এলাকায় রহমানের বাড়ির কেয়ারটেকার এবং বাড়ির সামনে তার একটি চায়ের দোকান ছিল।
নিহতের ছেলে ইমন সর্দার জানান, তাদের বাড়ির গলিতে ও তার দোকানের সামনে স্থানীয় কিছু যুবক মাদক বিক্রি করতো। গত দুইদিন আগে তার বাবার (রিপন) সঙ্গে মাদক বিক্রেতা রবিউলের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
মঙ্গলবার ভোরে মাদক ব্যাবসায়ী রবিউল, ফর্মা জামাল, বেলচা মনির, তার ভাই বাবুসহ ১০/১২ জন তাদের বাসার সামনে এসে ৫/৬ জন বাসার ভেতরে ঢুকে রিপনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে এবং তার স্ত্রী আরজু বেগম ও ছেলে ইমন সর্দারকে মারধরে আহত করে।
এসময় মাদককারবারীরা তাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম