ডোপিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাসের নিষেধাজ্ঞা পেলেন নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৩০ বছর বয়সী এই ডাচ বোলার চলতি বছরের ১২ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে অংশ নেওয়ার পর নিয়মিত ডোপ টেস্টে পজিটিভ হন। পরীক্ষায় তার শরীরে কোকেইনের বিপাকজাত পদার্থ বেনজয়েলেকোনিন পাওয়া গেছে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, কোকেইন ক্রিকেটে নিষিদ্ধ মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত, এবং এর উপস্থিতি প্রতিযোগিতামূলক খেলাধুলায় কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ।
ঘটনার পরপরই নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কিংমা। জানিয়েছেন, ক্রিকেটের বাইরের সময়ে 'রিক্রিয়েশনাল ড্রাগ' হিসেবে কোকেইন সেবন করেছিলেন তিনি, যা অনিচ্ছাকৃতভাবে ডোপ টেস্টে ধরা পড়ে।
আইসিসি জানিয়েছে, কিংমার নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৫ থেকে। তবে তিনি যদি নির্ধারিত চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনকভাবে সম্পন্ন করেন, তাহলে শাস্তির মেয়াদ কমে এক মাসে আসতে পারে।
বিডি প্রতিদিন/মুসা