সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার আসামি রুহুল আমিন (৩৬) কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রুহুল আমিন সিরাজগঞ্জের তারাশ থানার বড় পোঙতা এলাকার বানাত আলীর ছেলে।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ বিন জামাল বলেন, সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার অন্যতম মূলহোতা রুহুল আমিন। তিনি গাজীপুরের শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি সহ ৫টি ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ওই ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, গ্রেফতার রুহুল আমিন এবং আগে গ্রেফতার আব্দুল মজিদসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন ডাকাত গত ১৩ মার্চ রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানার হেদারখাল এলাকার শয়নুল ইসলামের পুরাতন ব্যাটারি করাখানায় হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি ও মারধর করে নগদ ৭০ হাজার টাকা, ১০টন ব্যাটারির প্লেট, ৩ টন সীসা, ১২০০ কেজি ব্যাটারির সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কারখানা মালিক বাদি হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন