এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম। তাঁর ব্যাট থেকেই এলো এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছয়ের রেকর্ড—ব্যক্তিগতভাবেও, দলীয়ভাবেও।
শুরুতে সাইফ হাসান ছিলেন কিছুটা নড়বড়ে। কিন্তু অপরপ্রান্তে দাঁড়িয়ে আগ্রাসী ব্যাটিং করেন তামিম। ফিফটি পূর্ণ করার পথে তিনি হাঁকালেন ৩টি ছয়। এর মধ্য দিয়েই ভাঙলেন পারভেজ হোসেন ইমনের রেকর্ড। এক বছরে ২৩ ছক্কার মালিক ছিলেন ইমন, কিন্তু আফগানদের বিপক্ষে ২৬তম ছয় হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন তামিম।
নূর আহমেদের বলে ক্যাচ দেওয়ার আগে বাঁহাতি এই ওপেনার খেলেছেন ৩১ বলে ঝড়ো ৫২ রানের ইনিংস। ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।
দ্রুততম ফিফটির রেকর্ডেও তামিম
শুধু ছক্কা নয়, আবুধাবির মাটিতে তামিম গড়েছেন আরেকটি রেকর্ড। ২৮ বলে ফিফটি পূর্ণ করে তিনি যৌথভাবে দাঁড়ালেন তৃতীয় দ্রুততম ফিফটির তালিকায়। সমান বলেই ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ। আবুধাবিতে দ্রুততম ফিফটির রেকর্ড ২১ বলে, সেটি আফগান ব্যাটার মোহাম্মদ ওয়াসিমের। দ্বিতীয় স্থানে আছেন রহমানউল্লাহ গুরবাজ, ২৬ বলে ফিফটির কীর্তি তাঁর।
দলীয় রেকর্ডও ভাঙল
তামিমের ব্যাটেই শুধু নয়, দলের পক্ষেও রেকর্ড হলো। আজকের ম্যাচে তাঁর দ্বিতীয় ছক্কাতেই পূর্ণ হয় বাংলাদেশের দলীয় রেকর্ড। ২০২৪ সালে টাইগাররা ১২২ ছক্কা মেরেছিল, এবার মাত্র ছয় ম্যাচ কম খেলেই ১২৬ ছয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।
তানজিদের এই ব্যাটিংয়ে শুধু ব্যক্তিগত মাইলফলকই আসেনি, এসেছে দলের জন্য নতুন আত্মবিশ্বাসও। আফগানদের বিপক্ষে এই ঝড়ো ইনিংস টাইগারদের রানের ভিত গড়ে দিয়েছে শক্ত করে।
বিডি প্রতিদিন/আশিক