ইয়েমেনের হোদেইদাহ বন্দরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই হামলার তথ্য প্রথমবার নিশ্চিত করেছে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন। গণমাধ্যমটি ১২টি বিমান হামলার খবর জানিয়েছে।
আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, হামলার সময় ইসরায়েলি যুদ্ধবিমানকে প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বন্দরে হুথি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।
হামলার কিছুক্ষণ আগেই ইসরায়েলি সেনারা বন্দরের জন্য জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে, যেখানে জনগণ ও নৌযানগুলোকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র এভিচাই আডরায় এক বার্তায় বলেছেন, ‘আপনাদের নিরাপত্তার জন্য হোদেইদাহ বন্দরের সকল মানুষ এবং নোঙর করা জাহাজকে তাত্ক্ষণিকভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’
এর আগে গত মাসে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িসহ ১২ জন শীর্ষ কর্মকর্তা এবং আরও নয়জন মন্ত্রী নিহত হন।
গত কয়েক মাস ধরে হুথি ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে। এরই মধ্যে গাজা উপত্যকায় টেল আভিভের চলমান যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজিম