মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলাউদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহান, সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাকিব রায়হান।
প্রধান অতিথি প্রিন্সিপাল ইয়ামীর আলী বলেন, শ্রীমঙ্গলের মানুষ জামায়াতের প্রার্থীকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। দীর্ঘ ৩০ বছর আওয়ামী শাসনে শোষিত মানুষ এখন পরিবর্তন চায়।
তিনি আরও বলেন, সরকারের উচিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ