উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু করলো আরও একদল মেধাবী তরুণ-তরুণী ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত এই আয়োজনে অংশ নেন নতুন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর কুশাইরি বলেন, “তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো ইউসিএসআই ইউনিভার্সিটিকে বেছে নিয়ে। এটি বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটি এবং এশিয়ায় নবম অবস্থানে রয়েছে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্ট-এর ডিন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন-এর ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম, এবং নবীন শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী শশী হোসেন এবং আহনাফ ফতেহ হোসেন।
প্রভোষ্ট চ্যান জো জিম তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান, শিক্ষা পদ্ধতি এবং ক্রেডিট ট্রান্সফার সুবিধা তুলে ধরেন।
ওরিয়েন্টেশন শেষে সংশ্লিষ্ট শিক্ষকরা শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটির পরিচিতি, কারিকুলাম ও কোর্স কাঠামো, পাঠদান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘুরে দেখেন ক্লাসরুম, সেমিনার রুম, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি এবং স্পোর্টস জোন ঘুরে দেখে শিক্ষা জীবনের প্রথম দিনটি উপভোগ করেন।
বিডি প্রতিদিন/মুসা