নটিংহ্যাম ফরেস্ট তাদের নতুন প্রধান কোচ হিসেবে শন ডাইচকে নিয়োগ দিয়েছে। ৫৪ বছর বয়সী এই ইংলিশ কোচের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। সম্প্রতি বরখাস্ত হওয়া আঞ্জে পোস্টেকোগলুর জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন ডাইচ।
ডাইচের নিয়োগ ঘোষণার পর ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘নটিংহ্যাম ফরেস্ট আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে শন ডাইচকে ক্লাবের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে এফসি পোর্তোর বিপক্ষে ম্যাচে তিনি প্রথমবারের মতো ডাগআউটে থাকবেন।’
দীর্ঘদিন বার্নলির দায়িত্বে থাকা ও সম্প্রতি এভারটনের কোচের পদে থাকা ডাইচ গত কয়েক মাস ধরে কাজ থেকে দূরে ছিলেন। তবে এবার পুরনো ঠিকানায় ফিরে এলেন- কারণ খেলোয়াড়ি জীবনে তিনি এক সময় ফরেস্টের যুব দলে খেলেছেন এবং বর্তমানে নটিংহ্যাম শহরেই বসবাস করেন।
ডাইচের কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন ক্লাবের দুই সাবেক তারকা ইয়ান ওআন ও স্টিভ স্টোন, যারা উভয়েই ডাগআউটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ডাইচ হচ্ছেন চলতি মৌসুমে ফরেস্টের তৃতীয় কোচ। আঞ্জে পোস্টেকোগলু ক্লাবের হয়ে প্রথম আট ম্যাচেই জয়শূন্য থাকার পর, চেলসির কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের কয়েক মিনিটের মধ্যেই তাঁকে বরখাস্ত করা হয়। মাত্র ৩৯ দিন দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলীয় কোচ, যা তাঁকে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা স্থায়ী ম্যানেজারে পরিণত করেছে।
ফরেস্টের মালিক ইভাঞ্জেলোস মারিনাকিসের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ধৈর্য হারায় এবং ফুটবলের গ্লোবাল হেড এডু গ্যাসপার-এর তত্ত্বাবধানে ডাইচকে নিয়োগ দেয়। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডাইচের মধ্যে চরিত্র, কৌশলগত দূরদৃষ্টি এবং প্রমাণিত সাফল্যের নিখুঁত সমন্বয় রয়েছে- যা আমাদের ক্লাবকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে।’
নতুন কোচ ও সহকারীদের অধীনে ফরেস্ট কতটা ঘুরে দাঁড়াতে পারে, তার প্রমাণ পাওয়া যাবে বৃহস্পতিবার রাতে, যখন ইউরোপা লিগে সিটি গ্রাউন্ডে মুখোমুখি হবে শক্তিশালী এফসি পোর্তোর বিপক্ষে। সূত্র: দ্য হেরাল্ড
বিডি প্রতিদিন/জামশেদ