রেলপথে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করতে যাচ্ছে এক উচ্চগতির রেল প্রকল্প, যা লোহিত সাগরকে উপসাগরীয় অঞ্চল অর্থাৎ রিয়াদ থেকে জেদ্দাকে যুক্ত করবে।
রবিবার ওকাজ আরবি দৈনিকের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এই অত্যাধুনিক রেললাইনটির নাম দেওয়া হয়েছে ‘ল্যান্ড ব্রিজ’। বহু আন্তর্জাতিক মহল এটিকে বলছে ‘মরুর বিস্ময়’। প্রকল্পটি বাস্তবায়িত হলে মরুভূমি ভেদ করে প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র চার ঘণ্টায়। বর্তমানে গাড়িতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা।
সৌদি ভিশন-২০৩০
দেশটির উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা সৌদি ভিশন ২০৩০–এর অংশ হিসেবে রেল সংযোগ সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে ৫ হাজার ৩০০ কিলোমিটার রেলপথকে বাড়িয়ে ৮ হাজার কিলোমিটারেরও বেশি করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এতে সৌদি আরব মধ্যপ্রাচ্যের রেল ও বাণিজ্যিক পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি রেলওয়ে কোম্পানি (এসএআর) জানিয়েছে, এই প্রকল্পের আওতায় মালবাহী ও যাত্রীবাহী উভয় ধরনের স্টেশন তৈরি করা হবে। বিশেষভাবে কিং আব্দুল্লাহ বন্দরকে যুক্ত করা হবে ইয়ানবু ও অন্যান্য শিল্পাঞ্চলের সঙ্গে। ইতোমধ্যেই দ্রুতগতির ১৫টি নতুন ট্রেন কেনার অর্ডার দিয়েছে এসএআর, যা ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।
শুধু বাণিজ্যিক রেল নয়, যাত্রীদের জন্য বিলাসবহুল ভ্রমণের পথও তৈরি করছে সৌদি আরব। শুরু হতে যাচ্ছে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামের বিলাসবহুল ট্রেন সার্ভিস। রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত ১২৯০ কিলোমিটার পথজুড়ে এই ট্রেন মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ দেবে ভ্রমণপিপাসুদের।
সম্প্রসারণ পরিকল্পনায় হাইড্রোজেনচালিত ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে, যা পরিষ্কার শক্তি এবং টেকসই পরিবহনের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির প্রতিফলন। রেল ভ্রমণের প্রতি দেশটির উৎসাহ ইতোমধ্যেই স্পষ্ট। সৌদিতে শুধুমাত্র ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ২.৬ মিলিয়নেরও বেশি যাত্রী ট্রেনে চড়েছেন। সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/একেএ