তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে অফিস ও ক্লাসরুমে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হাইয়্যান একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে বিভাগের সভাপতি ড. এনামুল হক রাজশাহীর বাহিরে থাকার কথা জানান এবং এসে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজন করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
এর আগে, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে ছয় পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞান উভয় বিভাগের অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জনকারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ ঘটনায় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
তাদের দাবি, শুধু চিকিৎসা মনোবিজ্ঞানের শিক্ষার্থীদেরই নিয়োগে সুযোগ দেওয়া হোক।
বিডি-প্রতিদিন/বাজিত