হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শীর্ঘস্থানীয় ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে সমিতির মহাসচিব ডা. মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের পর সমিতির পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই বাছাই করে দেখা হয়। পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যানসার জাতীয় ওষুধ উৎপাদন রয়েছে। প্রাথমিকভাবে ৪৫টি শীর্ষ কোম্পানির ক্ষতি বের করা সম্ভব হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর তথ্য এলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও মনে করেন তিনি।
জাকির হোসেন আরও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় শতভাগ পূরণ ছাড়াও রপ্তানি সম্ভাবনা বাড়ানোর মধ্যে দিয়ে এই খাত আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। দেশে উৎপাদন হওয়া মানসম্পন্ন ওষুধ বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার ১৬০টি বেশি দেশে রপ্তানি হচ্ছে।
এর পাশাপশি ঔষুধ শিল্পের কাঁচামাল চীন, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় বলেও সমিতির পক্ষ থেকে উল্লেখ করা হয়।
এমন পরিস্থিতিতে ঔষুধ শিল্প খাতের ঝুঁকি ও সম্ভাব্য সংকট এড়াতে সহজে শর্তে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক, ব্যাক চার্জ ও সুদ মওকুফ, সহজে এলসি খোলার সুযোগ, ছুটির দিনে কাস্টমস আংশিক চালুসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।
বিডি প্রতিদিন/কামাল