জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় মিছিলে তাদেরকে ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আমাদের ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর আগে, ছাত্রদলের পারভেজ ও সাম্যকে হত্যা করা হয়। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পাইনি। এসব ঘটনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে জোবায়েদ হোসেনের খুনিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
এর আগে, রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন জোবায়েদ হোসেন। পরে ওই বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/কেএইচটি