ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্টদের শিক্ষক নিয়োগ বোর্ড থেকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচ তলায় তারা এ কর্মসূচি পালন করে।
এসময় নেতাকর্মীরা বলেন, সাজিদ হত্যাকাণ্ডের প্রায় ৩ মাস পার হয়েছে। এখানো এ হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রশাসন আমাদের স্পষ্টভাবে বলেন যে আপনারা হত্যাকারীদের শনাক্ত করবেন কী করবেন না। না করতে পারলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবো। আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের স্বজনপ্রীতি দেখানোর চেষ্টা করতেছেন। আপনারা যদি এই আওয়ামী প্রীতি বাদ দিতে না পারেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবো। আপনারা জুলাই আন্দোলনের ফলে এখানে বসেছেন। আপনারা যদি সঠিক বিচার করতে না পারেন তাহলে আপনারা এখান থেকে সরে যান। আপনাদের মতো অথর্ব প্রশাসন আমাদের প্রয়োজন নেই। অতিদ্রত হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলে আমরা বিশ্ববিদ্যালয় অচল করে দিবো।
সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “দিনের পর দিন চলে যাচ্ছে অথচ হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না। আজ সাজিদ, কাল আমি, পরশু আরেকদিন মরবে। কিন্তু আমরা এটা চাই না। আমরা ছাত্রদল সব সময় নিরাপদ ক্যাম্পাস চাই। তাই দ্রুত সাজিদের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”
আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, "আমরা ছাত্রদল সাজিদের খুনিদের গ্রেফতার চাই। কিন্তু প্রশাসন বারবার সময় নিচ্ছে। কিন্তু আগাতে পারছে না। তারা কিছুদিন আগে সিআইডির কাছে মামলা ট্রান্সফার করেছে। এর অগ্রগতি আমাদের জানাতে হবে। আমরা ১০ দিন সময় দিচ্ছি। এরমাঝে খুনিদের নিশ্চিত করতে হবে। তা নাহলে আমরা কঠোর কর্মসূচি দিবো।”
বিডি প্রতিদিন/আরাফাত