চলতি মাসেই পাস হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) আইন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, আইন পাস হবার পরেই শিগগিরই জকসু নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করা হবে।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।
উপাচার্য বলেন, সিন্ডিকেটে জকসু নীতিমালা পাস হয়েছে অনেক আগে। আমরা নীতিমালা চূড়ান্ত করে আইন পাস করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইন মন্ত্রণালয়ে সেটা পাস হলেই শিক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির মাধ্যমে আইনে পরিণত হবে।
উপাচার্য আরও বলেন, আগামী শুক্রবারে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের মিটিং আছে। আশাকরি ওই মিটিং শেষে জকসু আইন পাস হবে। ইতোমধ্যে মন্ত্রণালয় সকল প্রক্রিয়া শেষ করে ফেলেছে। এখন মহামান্য রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে আইনটি।
অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে জকসু ছিল না এজন্য আমাদের সকল প্রক্রিয়া শেষ করতে একটু সময় লাগছে। আমরা কেউ বসে নেই নিয়মিত কাজ করে যাচ্ছি এই বিষয়ে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের সহযোগিতা দরকার এক্ষেত্রে আমাদের তাহলে আইন পাস হলে নির্বাচনের একটি রোডম্যাপ এবং আনুষঙ্গিক কাজ সহজে শেষ করতে পারবো।
বিডি প্রতিদিন/আরাফাত