চলতি মাসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) আইন জমা দেওয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, আইন পাস হবার পরেই শীঘ্রই জকসু নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করা হবে।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, সিন্ডিকেটে জকসু নীতিমালা পাস হয়েছে অনেক আগে। আমরা নীতিমালা চূড়ান্ত করে ইউজিসিতে পাঠিয়ে দিয়েছি। বাকি কাজ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শুক্রবারে ইউজিসিতে জকসু আইন নিয়ে আমাদের মিটিং আছে।
উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে জকসু ছিল না এজন্য আমাদের সকল প্রক্রিয়া শেষ করতে একটু সময় লাগছে। আমরা কেউ বসে নেই নিয়মিত কাজ করে যাচ্ছি এই বিষয়ে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের সহযোগিতা দরকার এক্ষেত্রে, আমাদের তাহলে আইন পাস হলে নির্বাচনের একটি রোডম্যাপ এবং আনুষঙ্গিক কাজ সহজে শেষ করতে পারব।
এ বিষয়ে ইউজিসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান বলেন, জকসু নীতিমালা ও সংবিধি নিয়ে আমরা গত সপ্তাহে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছি কিন্তু সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে পারেনি তারা। এজন্য আমরা পুনরায় এটা নিয়ে আলোচনা করেছি। আগামী শুক্রবারে মিটিং আছে সেখানে সংবিধি চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, ইউজিসিতে সংবিধি চূড়ান্ত হলে সেটা পুনরায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ পাস করে ইউজিসিতে আসবে। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। এরপর আইন মন্ত্রণালয় থেকে পাস হয়ে মন্ত্রী পরিষদ বিভাগে হয়ে রাষ্ট্রপতির দপ্তর যাবে এবং সেখান থেকে সংবিধিটা আইন আকারে চূড়ান্তভাবে প্রকাশ পাবে। পুরো কাজটা সময়সাপেক্ষ প্রক্রিয়াধীন বিষয় কারণ এখানে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত আছে।
বিডি প্রতিদিন/আরাফাত/শআ