গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে পোল মাংকি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে রোভার ইন-কাউন্সিলের সভাপতি অনিক কুমার সাহার তত্ত্বাবধানে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়।
গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তৌফিক এলাহি।
মো. মজনুর রশিদ বলেন, ‘রোভার স্কাউট কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
উল্লেখ্য, পোল মাংকি ব্রিজ স্কাউটদের একটি পাইওনিয়ারিং প্রজেক্ট, যা বাঁশ ও বিভিন্ন ল্যাশিং কৌশল—যেমন ডায়াগোনাল ল্যাশিং, স্কয়ার ল্যাশিং, ফিগার অব এইট, পোল এন্ড সেম্বার ল্যাশিং—ব্যবহার করে নির্মাণ করা হয় এবং সাধারণত খাল-বিল পারাপারের জন্য ব্যবহৃত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ