ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে মামলা এবং অভিযুক্দের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে আবারও উত্তাল হয়ে পড়েছে ক্যাম্পাস।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। উপাচার্যের সুষ্ঠু তদন্তের আশ্বাসে বেলা ১টার দিকে কর্মসূচি স্থগিত করেন।
সমাবেশে শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই’, ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, 'আমার ভাই কবরে, প্রশাসন কি করে,' 'খুন হয়েছে আমার ভাই, প্রশাসন জবাব চাই,' 'দড়ি লাগলে দড়ি নে, খুনিদের ফাঁসি দে, খুনিদের বিরুদ্ধে, শ্বাসরোধে হত্যা কেন, জবাব চাই, দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচিতে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়িনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বিকাল সাড়ে ৩টায় প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।
বক্তারা বলেন, সাজিদকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে সাজিদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক দুই কমিটি করা হয়। এরপর কয়েক দফায় মৃত্যুর রহস্য উন্মোচন ও সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও ঘটনার সুষ্ঠু তদন্তে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর আগে ২১ জুলাই প্রকাশিত ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মৃত্যুর আনুমানিক সময় উল্লেখ থাকলেও মৃত্যুর ধরন ও কারণ নিয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ভিসেরা নমুনা সংগ্রহ করে পাঠানো হয় রাসায়নিক বিশ্লেষণের জন্য। রোববার (৩ আগস্ট) ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। রিপোর্টে স্বাক্ষরকারী মেডিকেল অফিসারও এ তথ্য নিশ্চিত করেন। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল