ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৭ আগস্ট থেকে গণঅভ্যুত্থানে বিরোধীতা করা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর শিক্ষকদের বিচারের দাবিতে ছবিসহ নামের তালিকা বিভিন্ন একাডেমিক ভবনে প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার স্থান নয়, এটি মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের দুর্গ। এই দুর্গকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সকল অপতৎপরতা দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে বলে জানানো হয়।
এতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান এবং দফতর সম্পাদক নাফিউল জীবন।
বিডি প্রতিদিন/আরাফাত