পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার বিকালে ‘এনশিউর প্রোটেকশন অ্যান্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ (ইপজিয়া)’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনর্সান এ আয়োজন করে।
র্যালি শেষে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফজলুল হক সুমন, সহকারী শিক্ষক আল ইমরান হারুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা।
বিডিপ্রতিদিন/কবিরুল