বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর রবিবার সীমিত পরিসরে খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে এদিন পাঠদান কার্যক্রম চালু হবে না। শুধুমাত্র স্মরণসভা এবং সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হবে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন,'নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রবিবার থেকে ক্যাম্পাস সীমিতভাবে খোলা থাকবে। এদিন একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।'
তিনি আরও জানান, শুরুতে দৈনিক আটটি ক্লাসের পরিবর্তে এক বা দুটি ক্লাস নেওয়া হতে পারে। শিক্ষকদের নেতৃত্বে ইতোমধ্যে কাউন্সেলিং কার্যক্রম শুরু হয়েছে, যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে ক্যাম্পাসে, যেখানে মানসিক ও শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রথমে ২০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু। পরে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছায়।
এ মর্মান্তিক দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
বিডি প্রতিদিন/মুসা