মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিষ্পত্তির সময়সীমা পুনঃনির্ধারণ করেছে। ২৫ সেপ্টেম্বরের এমপিও সভার সুপারিশ অনুযায়ী নতুন এ সময়সূচি কার্যকর হবে।
সোমবার পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানদের প্রতি বিজোড় মাসের (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) শেষ দিনের মধ্যে অনলাইনে এমপিও আবেদন পাঠাতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে প্রাপ্ত আবেদন নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নির্ধারিত সময়সীমা রাখা হয়েছে প্রতি জোড় মাসের ১২ তারিখ।
এরপর আঞ্চলিক পরিচালক বা উপ-পরিচালকরা প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে আবেদন যাচাই করে ইএমআইএস সেলে পাঠাবেন। মাউশির সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোড় মাসের ৩ তারিখের মধ্যে আবেদন পুনঃযাচাই করে এমপিও সভা আহ্বান করবে এবং একই দিনে সভা অনুষ্ঠিত হবে।
এ নির্দেশনা দেশের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত