মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুকুন অ্যারেনা ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এসপিএসসি) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারতের পুরুষ ও মহিলা থ্রোবল খেলোয়াড়রা অংশ নেন। এবারের আসরে পুরুষ নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রধান অতিথি হিসেব পুরস্কার বিতরণ করেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি ড. মুস্তাপা কামাল দাতো (মালয়েশিয়া)।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সহ-সভাপতি ড. লতিফ উদ্দিন (ভারত) ও রেজাউল করীম (বাংলাদেশ)। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শ্রীলঙ্কার রমেশ মেহরাজ, ফায়াজ মারুফ ও মালয়েশিয়ার সলেহিন।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের সভাপতি কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.) এর নেতৃত্বের প্রশংসা করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতার জন্য প্রতিষ্ঠানের শিক্ষর্থীসহ সংশ্লিষ্ট শিক্ষক, কোচ ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/শআ