চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন আবেদন করেছেন। আসন সংখ্যা ৮,২৯৭ হওয়ায় প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১৭ জন শিক্ষার্থী।
চাঁবিপ্রবি কেন্দ্রে ‘এ’ ইউনিটে অংশগ্রহণের জন্য ৩৩৬ জন পরীক্ষার্থী তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩০৯ জন, অনুপস্থিত ছিলেন ২৭ জন। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চাঁবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জানান, সকল ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন।
ভর্তি পরীক্ষায় সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিশাল দাস।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম, হেল্প ডেস্ক, অভিভাবকদের বসার স্থান, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, পুলিশ বাহিনী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ