মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বৃহস্পতিবার তার সম্পদ দান করার জন্য একটি সময়সীমা ঘোষণা করেছেন। যেখানে তিনি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়ন এবং জীবন বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি গেম চেঞ্জার হিসেবে তুলে ধরেছেন।
নতুন সময়সূচির অধীনে গেটস ফাউন্ডেশন আগামী ২০ বছরে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে। ২০৪৫ সালে বন্ধ হয়ে যাবে এই ব্যয়।
ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকার ১৩তম ধনী ব্যক্তি গেটস, যার মোট সম্পদের পরিমাণ ১১২.৬ বিলিয়ন ডলার। মাস্ক প্রথম ধনী ব্যক্তি, যার মোট সম্পদ ৩৮৩.২ বিলিয়ন ডলার।
৬৯ বছর বয়সী গেটস একটি ব্লগ পোস্টে এই পরিবর্তনের ঘোষণা দিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে আগামী ২০ বছরে তার মোট সম্পদের পরিমাণ ৯৯ শতাংশ কমে যাবে। তিনি দানের গতি দ্বিগুণ হওয়ার কথাও বর্ণনা করেছেন।
গেটস লিখেছেন, আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কিছু বলবে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি ধনী হয়ে মারা গেছেন এমন কথার মধ্যে আমি থাকবো না।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ২০০০ সালে চালু হয়েছিল। একই বছর বিল গেটস মাইক্রোসফটের সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন। ২০২৪ সালে মেলিন্ডা গেটস দম্পতির বিবাহবিচ্ছেদের তিন বছর পর ফাউন্ডেশন থেকে বেরিয়ে যান।
২০২৩ সালের শেষে ৭১ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের অধিকারী এই সংস্থাটিকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জগতকে নতুন করে রূপ দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল