নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করেছে কর্মসূচি ছাত্রদল কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উদ্যোগে নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের জন্য মোটরসাইকেল বাইক সার্ভিস, পানির সুবিধা, নাস্তা, মেডিকেল টিম ও আবাসন সুবিধাসহ নানান কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা চলে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ এ ইউনিটের পরীক্ষায় প্রায় ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল পরিদর্শন করেছে। নোয়াখালী জিলা স্কুলসহ বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্প অধ্যাপক ডক্টর মুহম্মদ রেজওয়ানুল হক ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুহম্মদ জাহাঙ্গীর সরকার।
বিডি প্রতিদিন/এএ