নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা জমিলা সুলতানা (২০) ও তার দুই বছরের মেয়ে ফাতেমা।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী আসার পথে বাংলা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভারসহ আরো দুইজন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার নিহত জামিলার স্বামী। পুলিশ দুর্ঘটনার শিকার অটোরিকশাটি উদ্ধার করলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
নোয়াখালী হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তারা মারা গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ