মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে দুইদিন আটকে রাখার পর কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৯ মে) দুপুরে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
জানা যায়, বুধবার (৭ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে কমলগঞ্জ উপজেলার সিপাহী হামিদুর রহমান স্মৃতি জাদুঘরে দুইদিন রাখে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তারা কয়েক বছর ধরে ভারতের আসামে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের বাড়িঘর ভেঙে দিয়ে জেলে পাঠায় এবং পরে বিএসএফের মাধ্যমে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়।
আটককৃতদের মধ্যে ১০ জন নড়াইল জেলার, ৩ জন খুলনা জেলার এবং ২ জন বাগেরহাট জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নারী ও শিশুসহ একই পরিবারের সদস্যরাও।
তারা হলেন- সুমন শেখ (৩৪), হাবিবুর (৪০), রাজিব শেখ (২৭), সারমিন বেগম (২২), জুবায়ের শেখ (৪), ইয়াসিন শেখ (২), রফিকুল মোল্লা (৫৮), আবদুল সাত্তার মোল্লা (২৪), তুসার আলি মীর (২৮), তরিকুল শেখ (২৪), শান্তা শেখ (২৪), মোহাম্মদ শেখ (৪), সুমাইয়া শেখ (৮), হারিনা শেখ (৩০) ও আবু হুরায়রা (৭)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ