বরিশালের মুলাদী উপজেলায় মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহিরউদ্দিন মু. বাবরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুলাদী সরকারি কলেজ মাঠে এ ক্যাম্প হয়। বরিশাল-৩ আসনের জামায়াত ইসলামীর সম্ভাব্য এ প্রার্থীর আয়োজনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎ সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়েছে। এছাড়াও তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ছাড় দেয়া হয়। বিতরণ করা হয় পাচ হাজার খাবার স্যালাইন।
ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আফজাল করিম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. কেএম জাহিদুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বর্ণা, গাইনি বিশেষজ্ঞ ডা. কাজী তৌকিয়া রহমান ও মেডিকেল অফিসার ডা. নাঈম সাকির। সার্বিক সহযোগিতা করেছে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল।
বিডি প্রতিদিন/এএ