২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা শুক্রবার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ বছর এ ইউনিটে মোট ৩৮৮৬ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ৩২২৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৬৫৭ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.০১ শতাংশ।
পরীক্ষা চলাকালে জিডিইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে শুক্রবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/এএ