বগুড়ার রাজাবাজারের রওশন মার্কেটে অভিযান চালিয়ে পাঁচটি গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত ৫ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে পলিথিন জব্দসহ ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামের ৫টি প্রতিষ্ঠানে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম