বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ ও বাকেরগঞ্জে শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুই থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন ও বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি কালাম সরদার।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আওয়ামী লীগ নেতা মাসুম মল্লিক বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে। পূর্বের এক মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কালনা গ্রামে তার ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ডে হামলার ঘটনায় করা মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামিকে শুক্রবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল