রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিল বিন তালেব বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদ কায়েম করে জুলুম নির্যাতন চালিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। রাজপথে সেই ফয়সালা হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি না সেটা হাজারও শহিদ পরিবার নির্ধারণ করবে।
বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও মেহেদী সজিবসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ