গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফারুক আহমেদ প্রিন্স গাইবান্ধা পৌর শহরের পশ্চিশপাড়া গোডাউন রোডে মৃত মফিজার রহমান তালুকদারের ছেলে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গেল বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের হওয়ায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক।
বিডি প্রতিদিন/এএ