ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুক্রবার দুপুর ২ টা ৪০ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে।
দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ছাত্র-জনতা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষার্থী ও সাধারণ জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে।
সেখানে দেখা যায়, ইসলামি বিভিন্ন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসছেন। সাধারণ ছাত্রজনতা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিচ্ছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টোরোডের পানির ফোয়ারার সামনে একটি বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি দলমত নির্বিশেষে সকলকে উক্ত জমায়েতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী কার্যকলাপের অভিযোগ করে আসছে এবং দলটিকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে।
বুধবার গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের প্রেক্ষাপটে দলটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন প্লাটফর্ম এক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলে। আজকের এই গণসমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের সেই দাবিরই অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ