রংপুরে গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের ওপর হামলা-মারপিটের অভিযোগে ৭১ জনের নামে মামলা করেছেন বেরোবির রেজিস্ট্রার মো. হারুন উর রশিদ।
বুধবার দুপুরে মেট্রোপলিটন তাজহাট থানায় এ মামলা করা হয়। মামলায় পুলিশের উপ-কমিশনার, ওসি, পুলিশ সদস্য, বেরোবির শিক্ষক-কর্মকতা-কর্মচারী, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত বছর ১৬ জুলাই দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। মামলায় আসামি করা হয় বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর তুফান, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, তাজহাট থানার ওসি রবিউল ইসলামসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১০০ জন রয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই