সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন না সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে আগামী জাতীয় নির্বাচনে সিলেট থেকে প্রার্থী হওয়ার সিগন্যাল পেয়েছেন দলের শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। তিনি এক সপ্তাহ অপেক্ষার পর তারেক রহমানের দেখা পান বৃহস্পতিবার। লন্ডন সময় বিকালে তারেক রহমান আরিফুল হক চৌধুরীকে আমন্ত্রণ জানান পেস্টিজিয়াস গলফ ক্লাব ভেনুতে। এ ভেনুতে গুরুত্বপূর্ণ মানুষ ও সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে দেখা করেন তারেক রহমান। ঘণ্টাখানেক আলাপে দেশের রাজনীতি, সিলেটের রাজনীতির বিষয় উঠে আসে। আরিফুল হক চৌধুরী আলাপচারিতায় নিজের ইচ্ছা প্রকাশ করেন। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ না করার বিষয়ে মত দেন তারেক রহমান। এতে সম্মত হন আরিফ। এরপর সিলেট-১ আসনে নির্বাচনের ইচ্ছা ব্যক্ত করেন আরিফুল হক চৌধুরী। তারেক রহমান সিলেট-১-এর আশ্বাস না দিয়ে সিলেট-৪-এ প্রার্থিতা দেওয়ার আশ্বাস দেন। তবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ প্রতিবেদককে বলেছেন, তিনি সিলেট-১-এর সিগন্যালই পেয়েছেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সিলেট-১ থেকে নির্বাচন না করেন তাহলে সিলেট-১ তিনিই পাবেন। এদিকে ধারণা করা হচ্ছে, সিলেট-১ থেকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের পরিবারে যাতায়াত আছে এমন একজন বলেন, ডা. জুবাইদার নিকট ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইঙ্গিত নেই। এরই মধ্যে তারেক রহমানের সঙ্গে আরিফুল হক চৌধুরীর ছবি সমাজমাধ্যমে শেয়ার হয়েছে। আরিফুল হক চৌধুরীর ভক্ত ও কর্মীরা তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন সমাজমাধ্যমে।