রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য, পর্যটন, খাদ্য ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। গতকাল ছুটির দিন থাকায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল প্রায় দ্বিগুণ। প্রতিটি স্টলে বিভিন্ন বয়সি মানুষের উপচে পড়া ভিড়। উৎসুক ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত সময় পার করছেন স্টল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য মেলায় দর্শনার্থীরাও খুশি। আজ এ প্রদর্শনীর শেষ দিন।
বাড্ডা থেকে প্রদর্শনীতে এসেছেন শামছুল কবির। তিনি বলেন, মেলার ভেন্যু হিসেবে আইসিসিবি বেশ চমৎকার। সড়কটি যানজটমুক্ত হওয়ায় যাতায়াত ব্যবস্থাও ভালো। ভিতরে পর্যাপ্ত পার্কিং সুবিধা, পরিবেশও বেশ সুন্দর। মেলায় ঘুরে পণ্য দেখতে ভালোই লাগে। মেলায় কফি মেশিন কেনার জন্য এসেছি। মহাখালী থেকে মেলায় আসা ব্যবসায়ী শরিফুল বলেন, মেলা থেকে কেনাকাটা করার সুবিধা অনেক। এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের চাল তৈরির মেশিন ও প্রযুক্তির পার্থক্য সম্পর্কে জানা যায়। প্রদর্শনীতে আল আব্বাস এন্টারপ্রাইজের সিইও মোহাম্মদ মোস্তফা বলেন, আমরা ধানের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ করে থাকি। অটো রাইস যন্ত্রপাতির একটা সেটাপের জন্য ৬ কোটি টাকা খরচ হয়। এ সেটাপে ২৪ ঘণ্টায় ৪৮ টন ধান সেদ্ধ হয়। তারপর চাল তৈরি হয়। এ ছাড়া ৯৬ টন ধানের মেশিন ১২ কোটি টাকার সেটাপ রয়েছে। আমাদের থেকে পণ্য নিলে এক বছরের সব ধরনের সার্ভিস দেওয়া হয়।
অগ্রিকো মালিক সিডের ডেপুটি ম্যানেজার সৈয়দ মেহেদী আশরাফ বলেন, আমরা কৃষকের সঙ্গে বায়ারদের সম্পর্ক তৈরি করে দিচ্ছি। আমরা আলু, সবজি আর ফুলের বীজ বিক্রি করে থাকি। সারা বাংলাদেশে আমাদের ডিলার রয়েছে। মেলায় আলুর ১০টি জাত প্রদর্শন করছি। এখন পর্যন্ত আমাদের আলু ৫টি দেশে রপ্তানি হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই জাতের আলুর নাম হলো মার্কিস। আমরা বিভিন্ন বড় কোম্পানিকে আলু সরবরাহ করে থাকি। আমাদের সবজি বীজগুলো জাপান থেকে নিয়ে আসা।
ইরিগেশন টেকনোলজি বাংলাদেশের প্রোপাইটর মো বেলাল হোসাইন বলেন, আমরা ড্রিপ ইরিগেশন, নেট হাউস, পলি হাউস, সোলার এগ্রিকালচার, গার্ডেনিংয়ে সেচের কাজ করে থাকি। আমাদের এখানে গরুর ফার্ম, কৃষি, গাছের বিভিন্ন সেচের যন্ত্র রয়েছে। অটোব্যবস্থায় কাজ করা হয়। বৃষ্টির পানি সংগ্রহ করে প্রক্রিয়া করে থাকি। কফি মেশিন বিক্রয়কারী প্রতিষ্ঠান স্মিথ-এর বিক্রেতা মো আলমগীর বলেন, ‘আমাদের এখানে ১ লাখ থেকে শুরু করে ২৪ লাখ টাকার কফি মেশিন রয়েছে। বাংলাদেশে যত ধরনের কফি রয়েছে আমরা সব ধরনের কফি মেশিন বিক্রি করে থাকি। মেলা উপলক্ষে বিভিন্ন মেশিনারিজ ছাড় রয়েছে।’
আইসিসিবির প্রদর্শনীগুলো হলো- বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার ও ডেন্টাল যন্ত্রপাতি, হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহকেন্দ্রিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৬তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘৯ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৫’, ‘১১তম ফার্মা বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’। স্বাস্থ্যসেবা, মেডিকেল ট্যুরিজম ও তৎসংশ্লিষ্ট সেবা সম্পর্কিত ‘৮ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ-২০২৫। এ প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কাসহ ১৫টিরও অধিক দেশের ৫০০টি বুথ নিয়ে প্রায় ৩৫০টি কোম্পানি অংশগ্রহণ করছে। খাদ্য, কৃষিজ যন্ত্রপাতি, পানীয় পণ্য ও প্যাকেজিং সামগ্রী সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’, ‘৮ম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’, ‘৮ম পোলট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ ও ‘৫ম ফুড প্যাক এক্সপো-২০২৫’। এ প্রদর্শনীগুলোয় বাংলাদেশ, ভারত, জার্মানি, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও চীনসহ ১২টি দেশের ৪৮০টি বুথ নিয়ে প্রায় ২৫০টি কোম্পানি অংশগ্রহণ করছে।