বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে। সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কিভাবে দেশ ত্যাগ করেছেন তিনি, কোনো বাহিনীর সহযোগিতা ছাড়া কেউ পালাতে পারে না। শুধু কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করে দায় দায়িত্ব এড়ানো যাবে না। ইতিপূর্বে এ সরকারের হেফাজতে অনেক লোক ছিল, তাদের আর দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের দেখা যাচ্ছে। কিভাবে ওই সকল লোক দেশ ত্যাগ করেছে সেটি খতিয়ে দেখতে হবে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদরের টুমচর আসাদ একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিএনপি চায় জনপ্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা হোক, জগা-খিচুড়ি অবস্থায় রাষ্ট্র পরিচালনা হতে পারে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানোর উপর জোর তাগিদ দেয়ার আহবান জানান আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান সোহেল, আলমাছ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান, কৃষকদলের মাহবুবুল আলম মামুন, ছাত্র দল নেতা আব্দুল মজিদ, যুবদল নেতা মোক্তার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল