১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বুধবার সকালে মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় উপাচার্য বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের কোনো দ্বন্দ্ব নেই। তবে ২০২৪ পরবর্তী সময়ে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা জাতির ঐক্যের জন্য হুমকি হতে পারে। অন্যায়, বৈষম্য ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ঐক্য ধরে রাখা জরুরি। ন্যায়ভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় জাবি প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এর আগে, ভোর ৫টা ৫৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই