বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, রাজনীতির মাঠে আদর্শের ভিন্নতা থাকবে, এটাই রাজনীতির সৌন্দর্য। তবে দিনশেষে দেশটা সবার। তাই ঐক্যবদ্ধভাবে দেশটা এগিয়ে নিতে হবে।
আজ মঙ্গলবার বিকেল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্তমঞ্চে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
শিবির সভাপতি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধিপত্যবাদ বিরোধিতা। তার দূরদর্শিতায় পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে। এমনকি আপসহীন চরিত্রের জন্য বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, 'কুরআনকে আমরা অনেক সময় রোগবালাই হলে ফুঁ দেয়ার জন্য ব্যবহার করি। কিন্তু কুরআন যে সংবিধান, আইনের বিধান এবং সব জায়গায় প্রযোজ্য সেটা ভুলে যাই। এ কারণে আমরা বিপদগ্রস্ত হই।'
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের খেদমতে বহু কাজ করেছেন। অথচ অনেক ইসলামী লেবাসধারী দল মুখে ইসলামের কথা বললেও এদেশে তাদের ইসলামের জন্য তেমন অবদান নেই। আমাদের মুখে যা অন্তরেও তা প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রশিবিরের আয়োজনে 'শহিদ দিবস' উপলক্ষে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/মুসা